Cvoice24.com

চবিতে ব্রাজিল সমর্থকদের র‌্যালি    

চবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৯, ২৪ নভেম্বর ২০২২
চবিতে ব্রাজিল সমর্থকদের র‌্যালি    

কাতার বিশ্বকাপে ব্রাজিলকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে মিছিল করেছে ব্রাজিল সমর্থকরা। শুভ কামনা জানিয়ে পতাকাসহ আনন্দ মিছিল, বাইক শোডাউন, র‍্যালি করেছে চবির ব্রাজিল সমর্থক বিভিন্ন বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে আনন্দ মিছিল বের করেন তারা। বিভিন্ন স্লোগানে মেতে ওঠে ক্যাম্পাস। পরে আনন্দ মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ মিনারে এসে শেষ হয়। এসময় ফটোসেশন করেন ব্রাজিল সমর্থকরা।

এর আগে বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকদের নিয়ে বিভিন্ন বিভাগে ব্রাজিল ফ্যানস ক্লাব কমিটি গঠন করা হয়। পাশাপাশি ক্যাম্পাসের হলগুলোতে ব্রাজিলের পতাকা আঁকেন শিক্ষার্থীরা।

এদিকে বিশ্বকাপ উপলক্ষে হলগুলোতেও বইছে উৎসবের আমেজ। ক্যাম্পাসের বিভিন্ন হল সেজেছে প্রিয় দলের পতাকায়। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে শোভা পাচ্ছে আর্জেন্টিনার আকাশী-নীল, ব্রাজিলের নীল-সবুজ পতাকা। দলবেঁধে নিজ নিজ দলের জার্সি পরে অনুরাগীদের ফটোসেশন আর আড্ডা তো চলছেই। হলগুলোতে ও জিরো পয়েন্টে বড় পর্দায় খেলা দেখার প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়েছে।

মিছিলে অংশ নিতে শহর থেকে ক্যাম্পাসে ছুটে এসেছেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ব্রাজিল সমর্থকগোষ্ঠীর সাধারণ সম্পাদক আশহাবুর রহমান শোয়েব। তিনি একটি বেসরকারি টিভি চ্যানেলে স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। সিভয়েসকে শোয়েব বলেন, 'আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবার আমাদের ২০ বছরের আক্ষেপ ঘুচবে। মিশন হেক্সা এবার সম্পন্ন হবেই। তাই প্রিয় দলের সমর্থনে আমরা একত্র হয়েছি ব্রাজিল ফুটবল দলের প্রতি আমাদের ভালবাসার জানান দিতে। সমর্থকরা নেচে গেয়ে বাদ্য বাজিয়ে আজ শুভেচ্ছা জানাচ্ছে প্রিয় দলকে। আশা করছি জয় দিয়েই এবারের বিশ্বকাপ মিশন শুরু করবে সেলেসাওরা।'

ব্রাজিল সমর্থকদের মিছিলে নেতৃত্ব দেওয়া শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রকিবুল হাসান দিনার সিভয়েসকে বলেন, ‘আজ রাতে বিশ্বকাপ মিশনে নামছে ব্রাজিল। তাই প্রিয় দলকে স্বাগত জানিয়ে আমরা ব্রাজিল সমর্থকরা মিছিল বের করেছি। আশা করি চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপের মাঠ ছাড়বে ব্রাজিল।'

সর্বশেষ

পাঠকপ্রিয়