Cvoice24.com

চট্টগ্রামে আজ, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

সময় ঘন্টা মিনিট সেকেন্ড

চারুকলার সংকট নিরসনে চবি সিন্ডিকেটের জরুরি সভা

চবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০০, ২ ফেব্রুয়ারি ২০২৩
চারুকলার সংকট নিরসনে চবি সিন্ডিকেটের জরুরি সভা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটে সংকট সমাধানে সিন্ডিকেটের জরুরি সভায় বসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ৩টা ১৫ মিনিটের দিকে সভাটি শুরু হয়।

বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘চারুকলার বিষয়ে সিন্ডিকেটের জরুরি সভা শুরু হয়েছে। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। সভা শেষ হলে সার্বিক বিষয়ে জানা যাবে বলেও জানান তিনি।'

প্রসঙ্গত, মূল ক্যাম্পাসে ফেরাসহ কয়েকটি দাবিতে ৮২ দিন আন্দোলনের পর ২৩ জানুয়ারি শ্রেণিকক্ষে ফিরে যান শিক্ষার্থীরা। তখন চার দফা দাবি জানিয়ে ৭ দিনের আল্টিমেটাম দেন তারা। দাবি আদায় না হওয়ায় মঙ্গলবার (৩১ জানুয়ারি) থেকে ফের আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। এরমধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশংকায় বুধবার (১ ফেব্রুয়ারী) দিবাগত রাত সাড়ে ১২টায় চারুকলার শিক্ষার্থীদের পুলিশের সহায়তায় চারুকলায় অভিযান চালায় প্রক্টরিয়াল বডি।

সর্বশেষ

পাঠকপ্রিয়