দুপুর আড়াইটা থেকে চলবে চবির শাটল
চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) রুটে দুপুর আড়াইটার পর থেকে শাটল ট্রেন স্বাভাবিক শিডিউল চলবে। রোববার (১০ সেপ্টেম্বর) রেলওয়ে কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ষোলশহর স্টেশন মাস্টার জয়নাল আবেদিন। তিনি বলেন, সকালে ১১টার দিকে রেলওয়ের ভিআইপি লাউঞ্জে চবি প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষের মিটিং হয়েছে। সেখানে ট্রেন চলাচলের সিদ্ধান্ত হয়েছে। আজ দুপুর ২টা ৫০ মিনিটে বটতলী স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ট্রেন ছেড়ে যাবে। এরপর থেকে স্বাভাবিক শিডিউলে ট্রেন চলাচল করবে।
এর আগে শাটল ট্রেনের ছাদে বসে ক্যাম্পাসে যাওয়ার সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ২০ আহত হয়েছিলেন। এতে বিক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ওই ট্রেনের লোকোমাস্টারকে আটকে রেখে লাঞ্ছিত করে। এ ঘটনায় নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে ট্রেন চলাচল বন্ধ রেখেছেন লোকোমাস্টাররা।