Cvoice24.com

চবির রব হলে থেকে ৮টি রামদা উদ্ধার 

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৯, ২৪ সেপ্টেম্বর ২০২৩
চবির রব হলে থেকে ৮টি রামদা উদ্ধার 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ আব্দুর রব হলে তল্লাশি চালিয়ে আটটি রামদা ও ১৭ টি পাইপ উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

রবিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আব্দুর রব হলের মাঠে বিজয় ও সিএফসি সংঘর্ষে পর বিকেল ৪ টার দিকে অভিযান শুরু করে প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.নূরুল আজিম সিকদার বলেন, 'আব্দুর রব হল থেকে বেশ কিছু লোহার রড, ক্রিকেট খেলার স্টাম্প ও দেশি অস্ত্র উদ্ধার করেছি। পরিস্থিতি এখন শান্ত আছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।'

এর আগে, গত ২২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ১নং গেইট এলাকায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সাথে সাক্ষাতকে কেন্দ্র করে বিজয় ও সিএফসি নেতাকর্মীদের মাঝে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সেখানে সংঘর্ষে জড়ায়। পরেরদিন গতকাল বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশন এলাকায় বিজয়ের এক কর্মীকে মারধর ও কুপিয়ে জখম করে সিএফসি। এসব ঘটনার জের ধরে রবিবার আব্দুর রব হলের মাঠে সংঘর্ষে জড়ায় গ্রুপ দুইটি।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: