প্রধানমন্ত্রীর জন্মদিনে শিশুদের খাওয়াল চবি ছাত্রলীগ
চবি প্রতিনিধি

প্রধানমনন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগ। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রেল স্টেশন এলাকায় অর্ধশতাধিক শিশুর মাঝে খাতা, কলম ও স্কেল বিতরণ করে ছাত্রলীগের বিজয় গ্রুপের একাংশের নেতাকর্মীরা।
এসময় ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেনের নেতৃত্বে জিরো পয়েন্ট থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিলিত হয়। কর্মসূচিতে মো. মামুন, সজীব, রিফাত, বাদল, বেলাল, ওয়াহিদ, সিয়াম, মাহির, নিটু ও সুমনসহ ছাত্রলীগের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শোভাযাত্রা শেষে জিরো পয়েন্ট মসজিদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের সকলের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
এ বিষয়ে ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন বলেন, আজকে আমাদের জাতির পিতার আমানত, পরপর তিনবার সফল নেত্রীর ৭৭তম জন্মদিন। আমাদের আশ্রয়স্থল জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। যুদ্ধবিধ্বস্ত দেশে জাতির পিতা যেভাবে স্বপ্ন দেখতেন একইভাবে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশকে সামনের দিকে নিয়ে যাচ্ছেন। আমি ছাত্রলীগের কর্মী হিসেবে তাঁর জন্মদিনে ক্ষুদ্র আয়োজনের চেষ্টা করেছি।