Cvoice24.com

হাটহাজারী সড়কে চবি ছাত্রদলের পিকেটিং

চবি প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৪২, ১৯ নভেম্বর ২০২৩
হাটহাজারী সড়কে চবি ছাত্রদলের পিকেটিং

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে হাটহাজারী সড়কে পিকেটিং করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদল।

রবিবার (১৯ নভেম্বর) সকালে অবরোধ করে পিকেটিং করে তারা। এ সময় শাটল ট্রেন চলবে না, বাসের চাকা ঘুরবে না ও ক্লাস-পরীক্ষা বর্জনের স্লোগান দেন নেতাকর্মীরা।

চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহশিন জানান, ভোটাধিকার আমার আপনার অধিকার। যতক্ষণ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না, ততক্ষণ আন্দোলন চালিয়ে যাব। এই ফ্যাসিবাদী সরকারকে বিদায় করে ক্যাম্পাসে ফিরবো ইনশাআল্লাহ ।

সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, একদফা বাংলাদেশের জনগণের গণমানুষের দাবি। যে দাবিতে চলমান আন্দোলনে দেশের সকল শিক্ষার্থীসহ সাধারণ জনগণ স্বতস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: