Cvoice24.com

কোটা আন্দোলন সমর্থন দিয়ে ক্লাস-পরীক্ষা বর্জন করলেন কুবি শিক্ষার্থীরা

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৩, ৬ জুলাই ২০২৪
কোটা আন্দোলন সমর্থন দিয়ে ক্লাস-পরীক্ষা বর্জন করলেন কুবি শিক্ষার্থীরা

সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে ছাত্র আন্দোলনে একাত্মতা পোষণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের ডাক দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করেছে বলে জানা যায়। 

শনিবার (৬ই জুলাই) বিভিন্ন বিভাগের ক্লাস রিপ্রেজেন্টেটিভরা (সিআর) এই তথ্য নিশ্চিত করেন। 

তারা আগামী রবিবার (৭ই জুলাই) থেকে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষনা দেয়। এখন পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন করেছে নৃবিজ্ঞান, ব্যবস্থাপনা, বাংলা, গণিত, আইন, হিসাববিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা, মার্কেটিং, পদার্থ বিজ্ঞান, লোকপ্রশাসন এবং ফার্মেসী বিভাগ l

এ বিষয়ে আইন বিভাগের শিক্ষার্থী তানভীর মাহিম বলেন, আমাদের বাংলাদেশের অস্তিত্ব দাঁড়িয়ে আছে মেধাবী শিক্ষার্থীদের উপর ভিত্তি করে। বায়ান্ন থেকে একাত্তর শিক্ষার্থীরাই ছিলো সামনের সারিতে। আমরা সব ধররের শ্রেণি কার্যক্রম বর্জন করলাম। আমাদের দাবী আদায় হলে মেধাভিত্তিক জাতি গড়ার প্রত্যয়ে পুনরায় শ্রেণী কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবো।

নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাজহারুল ইসলাম আবির বলেন, আমরা মূলত ক্লাস পরীক্ষা বর্জন করেছি সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা নামে যে বৈষম্য চলছে তার প্রতিবাদে। কোটা আমাদের সাধারণ শিক্ষার্থীদের জন্য একটা বৈষম্য। আমরা যেটার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছি। তার ধারাবাহিকতায় আমাদের দাবি মেনে না নেওয়ার আগ পর্যন্ত আমাদের এই ক্লাস পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।

উল্লেখ্য ৪ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটাবিরোধী আন্দোলনে প্রায় তিন ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: