Cvoice24.com

চবিতে মধ্যরাতে কোটাবিরোধীদের কর্মসূচি, হামলার অভিযোগ

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৫, ১৫ জুলাই ২০২৪
চবিতে মধ্যরাতে কোটাবিরোধীদের কর্মসূচি, হামলার অভিযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে কোটাবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে। কয়েকটি ককটেল বিস্ফোরণ করেছে বলেও অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, অনাকাঙ্খিত কোনো ঘটনা ঘটেনি।

রবিবার (১৪ জুলাই) মধ্যরাতে চবি জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে। 

রাত সোয়া ১১টার দিকে কোটা সংস্কারের দাবিতে ক্যাম্পাসের জিরো পয়েন্টে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। বিক্ষোভে 'তুমি কে আমি কে, রাজাকার, রাজাকার', 'চেয়েছিলাম ন্যায় বিচার, হয়ে গেলাম রাজাকার', ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা। পরে রাত সাড়ে ১১টার দিকে ছাত্রলীগের ৪-৫ জন নেতাকর্মী কাটাপাহাড় রোডে পেছন থেকে অতর্কিত ককটেল হামলা করে।

এদিকে রাত সাড়ে ১১টার দিকে বিক্ষোভরত শিক্ষার্থীরা জিরো পয়েন্ট থেকে কাটা পাহাড় রোড হয়ে শহীদ মিনারের দিকে যাওয়ার সময় পেছন থেকে "কে রে রাজাকার?" বলে ছাত্রলীগ কর্মীরা লাঠিসহ ককটেল নিক্ষেপ করে।

সেসময় হামলায় ছত্রভঙ্গ হয়েছেন আন্দোলনকারী একদল শিক্ষার্থী। এ বিষয়ে কয়েকজন বলেন, আন্দোলনরত অবস্থায় পেছন থেকে ছাত্রলীগ কর্মীরা লাঠিসহ ধাওয়া করে এবং ককটেল নিক্ষেপ করে।

কোটা সংস্কার আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক রাসেল আহমেদ এক অডিও বার্তায় বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে। ককটেল বিস্ফোরণ হয়েছে, ধাওয়া দেওয়া হয়েছে। সবাই বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে গেছে। ভয় পাচ্ছে নিরাপদ স্থানে যেতে পারছে না। এছাড়া আমি প্রক্টরসহ সংশ্লিষ্ট সকলকে ফোন করেছি। পুলিশকে ফোন করেছি। কেউ রিসিভ করছে না।’

তবে  চবির সহকারী প্রক্টর লিটন মিত্র গণমাধ্যমকে বলেন, 'অনাকাঙ্ক্ষিত কিছু হয়নি। আমাকে একটি ছেলে ফোন করেছিল। কিন্তু তিনি বিস্তারিত কিছু বলেননি। আমি পরে ক্যাম্পাসে খবর নিয়েছি। এখন পর্যন্ত মারামারি বা অন্য কিছুর সংবাদ আমার কাছে আসেনি।'

সর্বশেষ

পাঠকপ্রিয়

: