উপাচার্য নিয়োগসহ ৪ দফা দাবি চবি শিক্ষার্থীদের
চবি প্রতিনিধি
দ্রুত উপাচার্য নিয়োগ, হলের আসন বরাদ্দসহ ৪ দফা দাবি জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (২১ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা এ দাবির কথা জানান।
দাবিগুলো হলো, অতি দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) নিয়োগ দিতে হবে। এক্ষেত্রে নিরপেক্ষ এবং শিক্ষা ও শিক্ষার্থীবান্ধব শিক্ষককে ভিসি নিয়োগ করতে হবে; ভিসি নিয়োগের পর দ্রুততার সাথে আবাসিক হলের আসন বরাদ্দ সম্পন্ন করতে হবে এবং মেধা, দূরত্ব এবং আর্থিক সচ্ছলতার ভিত্তিতে হলের আসন বরাদ্দ নিশ্চিত করতে হবে; সকল প্রকার লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতি বন্ধ করে অবিলম্বে চাকসু চালু করতে হবে; যেসব বিভাগের পরীক্ষা শেষ হয়েছে কিন্তু ফলাফল প্রকাশ হয়নি, অনতিবিলম্বে অপেক্ষমান সকল বিভাগের ফলাফল প্রকাশ করতে হবে।
এ ছাড়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক দাবিগুলো ছাড়াও অন্যান্য যে দাবিগুলো রয়েছে, সেগুলোও আলোচনা করে অগ্রাধিকারের ভিত্তিতে যথাযথ কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করা হবে
উল্লেখ্য যে, প্রত্যেক ব্যাচের শ্রেণী প্রতিনিধি তাদের নিজস্ব ব্যাচে আলোচনা করে তাদের ব্যাচের দাবিগুলো উত্থাপন করেন। যেহেতু এখন বিশ্ববিদ্যালয়ে কোনো সার্বজনীন গ্রহণযোগ্য ছাত্র প্রতিনিধি নেই, তাই সাধারণ শিক্ষার্থীদের দাবিগুলো উত্থাপন করার জন্য শ্রেণি প্রতিনিধিদের এই উদ্যোগ।