Cvoice24.com

চবি শাটলে কাটা পড়ে অচেনা ব্যক্তির মৃত্যু 

চবি প্রতিনিধি

প্রকাশিত: ১০:০২, ২৮ আগস্ট ২০২৪
চবি শাটলে কাটা পড়ে অচেনা ব্যক্তির মৃত্যু 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাটল ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি। মঙ্গলবার (২৭ আগস্ট) রাত সাড়ে দশটার দিকে নগরের ষোলশহর জংশনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী শহরগামী রাত সাড়ে নয়টার শাটল ট্রেনটি নগরের ষোলশহর স্টেশনে পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে। ওই ব্যক্তিটির আনুমানিক বয়স ৫৫-৬০ হতে পারে।

বিষয়টি নিশ্চিত করেছেন ষোলশহর জংশন রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অলি উদ্দিন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শাটলে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মারা গেছেন। তবে ওনার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: