সেনবাগ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নতুন কমটি
সিভয়েস২৪ ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচালিত নোয়াখালী জেলার উপজেলাভিত্তিক ছাত্রসংগঠন ‘সেনবাগ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ এর ২০২৪-২৫ মেয়াদে কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান রাকিব এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী নাজমুল হুদা সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
অনলাইনে ভোটগ্রহণ শেষে মঙ্গলবার ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনা করেন সংগঠনের বিদায়ী সভাপতি ও আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইসলামুল হক সজিব। নির্বাচন পরিচালনা সহযোগী ছিলেন সংগঠনের বিদায়ী সাধারণ সম্পাদক ও অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ মঞ্জু গাজী।
নির্বাচনে সভাপতি পদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসিব হোসেন দিহান এবং পদার্থ বিজ্ঞান বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান রাকিবি প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হন রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া পাটোয়ারী এবং একই শিক্ষাবর্ষের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী নাজমুল হুদা। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে একক প্রার্থী ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ জামাল উদ্দিন মিয়াজী।
সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মেহেদী হাসান রাকিব। আর সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন নাজমুল হুদা। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় মোহাম্মদ জামাল উদ্দিন মিয়াজীকে নির্বাচিত ঘোষণা করা হয়।
ফলাফল ঘোষণার পর নতুন কমিটি মঙ্গলবার দুপুরে সংগঠনটির শিক্ষক উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ সাখাওয়াত হুসাইন এবং নৃ-বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেনের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন।
এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শামীম নির্বাচিতদের শুভেচ্ছা জানান। শিক্ষার্থীরাও তাঁকে উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
ক্যাম্পাস সব খবর