চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ই-কার সার্ভিস
চবি প্রতিনিধি, সিভয়েস২৪
চক্রাকার বাস নয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চালু হবে ই-কার সার্ভিস। শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় এমন তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন।
তিনি জানান, ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে পরিবেশবান্ধব ই-কার সার্ভিস চালু করা হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগ নেওয়ার কারণ সম্পর্কে উপ-উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল ক্যাম্পাসে যেন চক্রাকার বাস চালু করা হয়। কিন্তু সেই বাসগুলো পুরনো হয়ে গেছে। এসব পুরোনো বাস চালু করতে গেলে পরিবেশের ক্ষতির শঙ্কা রয়েছে।’
‘কারণ পুরনো বাসগুলো চালু করতে যে জ্বালানি খরচ হবে সেটা পরিবেশ দূষণ করবে। এই সবুজ ক্যাম্পাসে এমন পরিবেশ দূষণ সকলের জন্য ক্ষতিকর। পুরনো বাসগুলো মেরামত করা এবং এর জ্বালানি খরচের ব্যয়বহন করাসহ এখানে অনেক বড় আর্থিক যোগান দিতে হবে। তাই আমরা সেই বিষয় থেকে ই- কার সার্ভিস চালু করার দিকে মনোযোগী হয়েছি।’-যোগ করেন ড. কামাল।