নিয়ম বহির্ভূত নিয়োগ
আপন ভাইয়ের চাকরি বাতিল চান চবি ছাত্রদল নেতা
চবি প্রতিনিধি, সিভয়েস২৪
নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ পাওয়া আপন ভাইয়ের (ছাত্রলীগ নেতা) চাকরির অব্যাহতি চাইলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন। রবিবার (৬ অক্টোবর) চবি প্রক্টরের মাধ্যমে রেজিস্টার বরাবর এই অব্যাহতি আবেদন করেন তিনি।
আবেদনপত্রে উল্লেখ করা হয়, কিছুদিন পূর্বে আমার আপন ভাই আবু বকর তোহা (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের উচ্চমান সহকারী হিসেবে কর্মরত) কে সাধারণ শিক্ষার্থীরা নানান অভিযোগ তুলে প্রক্টর অফিসে নিয়ে যায়। প্রক্টর অফিস থেকে তাৎক্ষণিক কোন অপরাধ প্রমাণিত না হওয়ায় তাকে আমার বাবার জিন্মায় ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে বৈষম্যবিরোধী আন্দোলনে অসংখ্য শহীদ, হাজার হাজার আহত ছাত্র-জনতার ত্যাগ আমার বিবেককে বারংবার প্রশ্নবিদ্ধ করে। তাই ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে অর্জিত স্বৈরাচারমুক্ত এবং বৈষম্যমুক্ত বাংলাদেশে রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রাপ্ত চাকুরি কেউ নির্বিঘ্নে করে যাবে সেটা মেনে নেওয়া আমার জন্য অত্যন্ত পীড়াদায়ক হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ্য, আমি নিজেও এই ক্যাম্পাসে স্বৈরাচারের অন্যতম হাতিয়ার সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক পাঁচবার নির্মম নির্যাতনের শিকার হয়েছি।
আপনার বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের উচ্চমান সহকারী পদে কর্মরত আবু বকর তোহা আমার আপন ভাই সেটা যেমন সত্য, তেমনি সে চবি ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সেটাও সত্য। সুতরাং আমার আপন ভাই হলেও আমি আবু বকর তোহাসহ রাজনৈতিক প্রভাব খাটিয়ে যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকরি পেয়েছে তাদের যোগ্যতা এবং তাদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের আনীত অভিযোগ খতিয়ে দেখে তাদের চাকরিচ্যুত করার জোর আবেদন করছি।
এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদল নেতা মো. ইয়াছিন বলেন, ‘আমরা চাই ছাত্রদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে মেধা ও যোগ্যতার ভিত্তিতে সকল নিয়োগ হবে। অতীতে যারা অবৈধভাবে ক্ষমতা ব্যবহার করে নিয়োগ পেয়েছে সেসকল নিয়োগ বাতিল করা প্রয়োজন। তবেই শহীদদের রক্তদান সফল হবে।’