চবি ছাত্রদলের মাদকবিরোধী প্রচারণা
চবি প্রতিনিধি
ক্যাম্পাসে মাদক বিরোধী প্রচারণা চালিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল। বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রক্টর থেকে শুরু করে জিরো পয়েন্ট, বিভিন্ন ফ্যাকাল্টি, ঝুপড়ি ও শাটল ট্রেনে এ প্রচারণা চালান তারা।
এ সময় উপস্থিত ছিলেন চবি ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক হাসান আহমেদ, সাবেক সাহিত্য ও গবেষণা সম্পাদক ফাহিমুল ইসলাম, শাফায়েত হোসেন, মো. হাবিব, মোস্তাফিজুর রহমান, শাহরিয়ার লিমনসহ শতাধিক নেতাকর্মী।
চবি ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক হাসান আহমেদ বলেন, ‘ছাত্রদল শান্তি ও শৃঙ্খলায় বিশ্বাস করে এবং সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে কাজ করতে বদ্ধপরিকর। তারই অংশ হিসবে আমরা চবি ছাত্রদল আজ মাদক বিরোধী প্রচারণা চালিয়েছি। এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমরা চবি ক্যাম্পাসকে মাদক মুক্ত করব।’