Cvoice24.com

চবিতে ইয়ুথ ফর এসডিজির নেতৃত্বে সোহান ও রুপক

চবি প্রতিনিধি, সিভয়েস২৪

প্রকাশিত: ১৮:৪১, ৮ নভেম্বর ২০২৪
চবিতে ইয়ুথ ফর এসডিজির নেতৃত্বে সোহান ও রুপক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ইয়ুথ ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলসের (এসডিজি) ৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নুরুন্নবী সোহান সভাপতি এবং মনোবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রেফায়েত উল্যাহ রুপক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৮ নভেম্বর) সংগঠনের উপদেষ্টা চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনসহ সংশ্লিষ্টরা এ কমিটির অনুমোদন দেন। 

কমিটির অন্যদের মধ্যে সহ-সভাপতি হিসেবে মো. শাহাদাত হুসাইন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক মো. রবিউল হোসাইন, অর্থ সম্পাদক আবু সাঈদ জিসান, প্রচার-প্রকাশনা সম্পাদক সালাহ উদ্দীন আইয়ুবী, আইটি সম্পাদক জারিয়াতুন নুর নফি এবং ক্লাব অ্যাফেয়ার্স সম্পাদক হিসেবে ছাবেকুন নাহারকে  নির্বাচিত করা হয়েছে।

সংগঠনটির উপদেষ্টা হিসেবে আছেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, অতীশ দীপঙ্কর হলের প্রভোস্ট ও রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এজিএম নিয়াজ উদ্দিন, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শহীদুল হক, মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও সভাপতি ড. রুমানা আক্তার, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ও সভাপতি মোহাম্মদ সোহাইব, আন্তজার্তিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রিদোয়ান পারভেজ।  

নব-নির্বাচিত সভাপতি মো. নুরুন্নবী সোহান বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। টেকসই ও নিরাপদ পৃথিবী গঠনে তরুণদের সম্পৃক্ত করার লক্ষ্যেই আমাদের এই পথচলা।’

সাধারণ সম্পাদক মো. রেফায়েত উল্যাহ রুপক বলেন, ‘টেকসই, নিরাপদ এবং সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে আমরা কাজ করে যাচ্ছি। এসডিজির ১৭টি অভীষ্ট লক্ষ্যকে সামনে রেখে আমরা কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছি।’

উল্লেখ্য, এসডিজি ২০২৪ সালের ৩০ মার্চ যাত্রা শুরু করে। ইতোমধ্যে বৃক্ষরোপণ, ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান, উচ্চ শিক্ষা ও গবেষণা সেমিনার সহ বেশ কিছু কার্যক্রম পরিচালনা করেছে সংগঠনটি।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: