Cvoice24.com

অনলাইন ব্যাংকিং কার্যক্রমে যুক্ত হলো চবি 

চবি প্রতিনিধি, সিভয়েস২৪

প্রকাশিত: ১৬:৪৮, ১৮ নভেম্বর ২০২৪
অনলাইন ব্যাংকিং কার্যক্রমে যুক্ত হলো চবি 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনলাইন ব্যাংকিং কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্য দিয়ে চবির শিক্ষার্থীরা তাদের যাবতীয় ফি অনলাইনে পরিশোধ করতে পারবেন। সোমবার (১৮ নভেম্বর) ৫৯তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।

এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান ও সোনালী ব্যাংক হাটহাজারী শাখার ম্যানেজার যাদব চন্দ্র দাসসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সোনালী ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এখন থেকে https://billpay.sonalibank.com.bd/ ওয়েবসাইটে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিলেক্ট করে ব্যাংক হিসাব, কার্ড ও মোবাইল ব্যাংকিং গেটওয়ে ব্যবহার করে তাদের ফি পরিশোধ করতে পারবে শিক্ষার্থীরা।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: