Cvoice24.com

সাফ জয়কে আমরা কূটনৈতিক বিজয় হিসেবে দেখছি : চবি উপ-উপাচার্য

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১৮:০৫, ২৮ নভেম্বর ২০২৪
সাফ জয়কে আমরা কূটনৈতিক বিজয় হিসেবে দেখছি : চবি উপ-উপাচার্য

সাফ নারী চ্যাম্পিয়নশীপ জয়কে আমরা কূটনৈতিক বিজয় হিসেবে দেখছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। 

তিনি বলেছেন, একসময় ম্যারাডোনাকে জিজ্ঞাসা করা হয়েছিল বাংলাদেশ সম্পর্কে, তখন তিনি চিনতে পারেননি। আর আজকে ল্যাটিন আমেরিকার দেশগুলো আমাদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে আমাদের ফুটবল প্রীতির কারণে। এটিই কূটনৈতিক বিজয়।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) চবির সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জম্মু শিক্ষার্থী পরিবারের আয়োজনে সাফ নারী চ্যাম্পিয়নশীপ ২০২৪ জয়ী পাহাড়ি তিন স্বর্ণ কন্যা ঋতুপর্ণা চাকমা, রূপনা চাকমা ও মনিকা চাকমাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মাস্টার্সের শিক্ষার্থী ধন কিশোর ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক ড. আশফাক হোসাইন এবং চবির ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আনন্দ বিকাশ চাকমা।

বিশেষ অতিথি বক্তব্যে অধ্যাপক  ড. আশফাক হোসাইন বলেন, পৃথিবীর সৌন্দর্য বৈচিত্র্যে। আজকে আমরা এই বৈচিত্র্যের মাঝে বসে আছি। ভাষার বৈচিত্র্য, চেহারার বৈচিত্র্য আমাদের একে অন্যকে জানার সুযোগ করে দিয়েছে। 

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আনন্দ বিকাশ চাকমা বলেন, আমরা খুবই আনন্দিত কারণ তাদেরকে আজকে সংবর্ধনা দিতে পেরেছি। তাদের এ বিজয়ে সারা বাংলাদেশ আজ উজ্জীবিত। সাফজয়ী রূপনা, ঋতুপর্ণা, মনিকারা ইতিহাসের তারা হয়ে জ্বলজ্বল করবে।

সভাপতির বক্তব্যে ধন কিশোর ত্রিপুরা বলেন, সাফজয়ী এই মেয়েরা প্রমাণ করেছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেলে পাহাড়ের পিছিয়ে পড়া মানুষরাও তাদের প্রতিভার প্রমাণ করতে পারে।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: