চবিতে পোষ্য কোটা বাতিল না করলে আমরন অনশনে বসার হুঁশিয়ারি
সিভয়েস২৪ ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিল এবং জুলাই আন্দোলনে হত্যাকারীদের দ্রুত বিচার না করলে আমরন অনশনে বসার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকসহ শিক্ষার্থীরা মানববন্দনে দাঁড়ান।
এ সময় শিক্ষার্থীদরে ‘জনে জনে খবর দে, পোষ্য কোটার কবর দে, তারুয়ার ক্যাম্পাসে পোষ্য কোটার ঠাঁই নাই, ফরহাদের ক্যাম্পাসে পোষ্য কোটার ঠাঁই নাই, বাতিল চাই বাতিল চাই, পোষ্য কোটার বাতিল চাই, বিচার চাই বিচার চাই, হত্যাকারীদের বিচার চাই’ স্লোগান দিতে শোনা যায়।
মানববন্ধনে বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শুভ হোসেন বলেন, স্বাধীন বাংলাদেশে কোনো পোষ্য কোটা থাকতে পারে না। পোষ্য কোটা থাকার জন্য ছাত্র জনতা প্রাণ দেয়নি। তাই প্রশাসনকে অবিলম্বে পোষ্য কোটা বাতিল করে বিজ্ঞপ্তি দিতে হবে। অন্যথা আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, প্রশাসনকে দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের বিচার করতে হবে। সেই সাথে পোষ্য কোটা বাতিল করতে হবে। তা নাহলে আমরা আমরন অনশনে বসতে বাধ্য হব।