Cvoice24.com

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন : বীর বাহাদুর

প্রকাশিত: ১০:১২, ২২ এপ্রিল ২০১৮
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন : বীর বাহাদুর

এক শিক্ষার্থীর হাতে মানপত্র তুলে দিচ্ছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন- সুশিক্ষা গ্রহণ করে সমাজ, রাষ্ট্র ও পরিবারে ভূমিকা রাখতে হবে। আজকের ছাত্ররা আগামী প্রজন্মের কর্ণধার। তোমরাই আগামীর নেতৃত্ব দেবে। 
রোববার দুপুরে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম উচ্চবিদ্যালয়ের মাঠে স্কুলের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরিকল্পিত শিক্ষাগ্রহণ করে শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। 
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহেদুল আলম চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন আবদুর রহমান বদি এমপি।

বক্তব্য রাখেন বান্দরবান জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, পুলিশ সুপার জাকির হোসেন, বান্দরবান জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লক্ষীপদ দাশ প্রমুখ।


নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগ নেতা তসলিম ইকবাল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সরওয়ার কামাল, নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর শেখ, ওসি (তদন্ত) জায়েদ নুর, ইমন চৌধুরী, বান্দরবান জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক খাইরুল বশর, মুক্তিযোদ্ধা কমান্ডার রাজা মিয়া, অধ্যাপক শফি উল্লাহ, আওয়ামী লীগ নেতা আবু তাহের কোম্পানি, ইমরান মেম্বার, ইউপি চেয়ারম্যান যথাক্রমে জাহাঙ্গীর আজিজ, বাহাইন মার্মা, মো. আলম কোম্পানি, ঘুমধুম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি খালেদ সরওয়ার হারেজ। 

সিভয়েস/এএইচ
 

65

সর্বশেষ

পাঠকপ্রিয়