Cvoice24.com

পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ’র সংগঠক নিহত: গুলিবিদ্ধ ১

প্রকাশিত: ১১:০৮, ২২ এপ্রিল ২০১৮
পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ’র সংগঠক নিহত: গুলিবিদ্ধ ১

ছবি: প্রতিনিধি

পানছড়ি উপজেলার মরাটিলা এলাকায় প্রতিপক্ষের গুলিতে সুনীল বিকাশ ত্রিপুরা (৪০) নামের এক যুবক নিহত হয়েছে। তিনি ‘ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’-এর স্থানীয় সংগঠক বলে জানা গেছে। এ সময় অনন্ত ত্রিপুরা (৩০) নামে আরো এক কর্মী গুলিবিদ্ধ হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে সন্ত্রাসীদের একটি দল পানছড়ির উল্টাছড়ি ইউনিয়নের মরাটিলায় একটি দোকানে সশস্ত্র হামলা চালিয়ে ইউপিডিএফ-এর সংগঠক সুনীল বিকাশ ত্রিপুরাকে গুলি করে হত্যা করেছে। তিনি দোকান থেকে বের হওয়ার সাথে সাথেই সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালালে মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এছাড়া সন্ত্রাসীদের গুলিতে দোকানে থাকা অনন্ত ত্রিপুরা (২৫), পিতা- সত্ত রঞ্জন ত্রিপুরা নামে ইসকন মন্দিরের এক সাধকও পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান গুলিবিদ্ধ অনন্ত ত্রিপুরার বিষয়টি নিশ্চিত করলেও নিহতের বিষয়টি জানেন না বলে জানান। 

ইউপিডিএফ’র খাগড়াছড়ি জেলা সংগঠক মাইকেল চাকমা জানান, পানছড়ির মরাটিলা এলাকায় বাড়ী থেকে দোকানে যাওয়ার পথে জেএসএস (এমএন লারমা) গ্রæপের সন্ত্রাসীরা সুনীল বিকাশ ত্রিপুরাকে গুলি করে হত্যা করেছে বলে তিনি দাবী করেন। এ সময় অনন্ত ত্রিপুরা নামের আরেক কর্মী গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হয়েছে বলে তিনি জানান।

ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) খাগড়াছড়ি জেলা ইউনিটের প্রধান  সংগঠক সচিব চাকমা আজ ২২ এপ্রিল ২০১৮ রবিবার সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মরাটিলায় জেএসএস সংস্কারপন্থী সন্ত্রাসী কর্তৃক ইউপিডিএফ সংগঠক সুনীল বিকাশ ত্রিপুরা ওরফে কাতাং (৩৮)-কে গুলি করে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
সচিব চাকমা অভিযোগ করেন, সংস্কারপন্থী চার কুচক্রীকে চরম প্রতিক্রিয়াশীল ও অশুভ শক্তি হিসেবে বর্ণনা করে ইউপিডিএফ নেতা আরো বলেন, ‘সংস্কারপন্থীরা আন্দোলন নয়, নিজের জ্ঞাতি ভাইকে খুন, গুম, অপহরণের মাধ্যমে জুম্ম ধ্বংসের এজেন্ডাই বাস্তবায়ন করে চলেছে।’

জেএসএস’র কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা এই ঘটনায় নিজেদের সম্প্রক্ততা অস্বীকার করেছেন। 

পুলিশ জানান, পানছড়ির মরাটিলা এলাকায় সকালে খবর পেয়ে পুলিশ গুলিবিদ্ধ অনন্ত ত্রিপুরাকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত সুনীল বিকাশ ত্রিপুরার লাশ কোথায় আছে তা জানা যায়নি।
 

সিভয়েস/পিসি/এমআইএম

59

সর্বশেষ

পাঠকপ্রিয়