Cvoice24.com

গুইমারায় অবৈধ ইটভাটায় ৬০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১৪:৪৯, ৭ মে ২০১৮
গুইমারায় অবৈধ ইটভাটায় ৬০ হাজার টাকা জরিমানা

ছবি: প্রতিনিধি

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় অবৈধ ইটভাটায় ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া উপজেলাধীন আমতলী পাড়া এলাকায় এ জরিমানা করেন। 

অনুমোদনবিহীন অবৈধ ইটভাটায় কার্যক্রম চালানোর দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স সহিস উল্ল্যাহ ব্রিক্সকে জেলা প্রশাসকের অনুমোদন ছাড়া ভাটা স্থাপন, কাঠ পোড়ানোসহ বিভিন্ন অপরাধে ষাট হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে ডিসি আর মূলে তাৎক্ষণিক সে অর্থ আদায় করা হয়। 
 
এসময় উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া জানান, অনুমোদনবিহীন সকল ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালান করা হয়। একইসাথে জনস্বার্থে ভোক্তা অধিকারসহ অন্যান্য আইনেও নিয়মিত ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পরিচালনা করা হবে। অভিযানে গুইমারা থানার এ এস আই আব্দুর রাজ্জাকসহ পুলিশ সদস্যরা সহযোগিতা করেন বলে জানা যায়। এর আগে একই অপরাধে গুইমারা উপজেলা আরো দুটি ইটভাটাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সিভয়েস/পিসি/এমআইএম

59

সর্বশেষ

পাঠকপ্রিয়