Cvoice24.com

বান্দরবানে শিক্ষার মান উন্নয়নে মত বিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:১৫, ২৯ মে ২০১৮
বান্দরবানে শিক্ষার মান উন্নয়নে মত বিনিময় সভা অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

বান্দরবানে পার্বত্য জেলার মাধ্যমিক বিদ্যালয় মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে শিক্ষার মান উন্নয়নে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । 

মঙ্গলবার (২৯ মে ) সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে  শিক্ষার মান উন্নয়ন বিষয়ক এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মো: আসলাম হোসেনের সভাপতিত্বে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মুফিদুল আলম, মাধ্যামিক শিক্ষা কর্মকর্তা সোমা রানী রড়ুয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মুক্ত আলোচনা করেন এবং শিক্ষার মান উন্নয়নে সকলের পরার্মশ গ্রহণ করেন। অতিথিরা আরো বলেন, একজন শিক্ষক হল একটা জাতির দর্পন। কারন একজন শিক্ষক থেকে শিক্ষা নিয়ে সবাই জীবন পথ চলার রাস্তা পরিচালিত করি। একজন ভাল শিক্ষক পারে একটি জাতির জীবন পরির্বতন করে দিতে। মাতা-পিতার পরে যার স্থান তিনি হলেন একমাত্র শিক্ষাগুর, এই শিক্ষাগুরুরা আছে বলে আমরা জীবনে পড়া শুনা করে এত উন্নতি করতে পারছি তারা যদি আমাদের সঠিক পথ নির্দেশনা না দিত তাহলে আমরা কোন দিন ও সামনের দিকে এগিয়ে যেতে পারতাম না। তাই দেশের উন্নয়নে ছেলে মেয়েদের আরো উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষকদের আরো দায়িত্ববান হওয়ার আহবান জানাই । 

সিভয়েস/আরপি/এমআইএম

বান্দরবান প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়