Cvoice24.com

দেশ ছাড়ছে এমপি বদি!

প্রকাশিত: ১৫:৫৪, ২৯ মে ২০১৮
দেশ ছাড়ছে এমপি বদি!

-ফাইল ছবি

মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হওয়ায় আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ‘ইয়াবা’র জন্য বহুল আলোচিত উখিয়া-টেকনাফের সাংসদ সদস্য আব্দুর রহমান বদি। তবে গেল কয়েকদিন ধরে এমপি বদিকে ঘিরে আলোচনাটা যেন বেশিই আলোচিত। এমনকি সমালোচনা এড়াতে সরকারের উচ্চ পর্যায়ের নেতা-মন্ত্রীরাও হার্ড লাইনে বক্তব্য দিয়ে যাচ্ছে বদি ইস্যুতে। গুঞ্জন ওঠেছে, এই পরিস্থিতি এড়াতে এমপি  বদি নাকি শিগগিরই দেশ ছাড়ছেন।   

দেশে ইয়াবা নামক ভয়ংকর নেশা জাতীয় দ্রব্যের নাম ওঠলেই চলে আসে সীমান্ত এলাকার সরকার দলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদির নাম। তার আমলেই ইয়াবার বিস্তার ঘটেছে এবং ওপারের কারখানা গুলোর সাথে তার নিবিড় সম্পর্ক রয়েছে বলে দীর্ঘদিন ধরে দাবি করে আসছে খোদ ক্ষমতাসীন দলের জেলা পর্যায়ের শীর্ষ নেতারা।  

দলের অনেক নেতা মনে করেন, বদিকে চলমান অভিযানের বাইরে রাখলে মাদক তথা ইয়াবার বিরুদ্ধে কোন ধরণের সফলতা আসবে না। তাই মাদক নির্মূল করতে হলে প্রথমে বদির বিরুদ্ধেই ব্যবস্থা নিতে হবে।

মাদকের বিরুদ্ধে অভিযান করতে গিয়ে সংসদ সদস্য বদিকে নিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ চরম বিব্রত অবস্থায় রয়েছে। প্রত্যেক দিন বদি প্রসঙ্গে কোন না কোন নেতা অথবা মন্ত্রী গণমাধ্যমে মন্তব্য করে যাচ্ছেন। কিন্তু কিছুতেই বদি প্রসঙ্গ এড়াতে পারছে না তারা। গণমাধ্যমও দেশে ইয়াবার ভয়াবহ বিস্তারের অভিযোগের তীর ছুঁড়ছেন বদির দিকে। একই সাথে সাধারণ মানুষও বদি প্রসঙ্গে সরকারের তীব্র সমালোচনা করে যাচ্ছেন। বলতে গেলে এক ধরণের বেকায়দার মধ্যে রয়েছে সরকার।  

সর্বশেষ স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমে হুঙ্কার দিয়েছেন, ‘মাদকে অভিযুক্ত এমপি আমাদের হেফাজতে রয়েছে। কেউই ছাড় পাবে না।’  

স্বরাষ্ট্রমন্ত্রীর এই ঘোষণার পর নড়েচড়ে বসে সংসদ সদস্য বদি। এতদিন গণমাধ্যমে নিজেকে ধোয়া-তুলসি পাতা বানানোর চেষ্টা করে আসলেও এখন কোন রকম পাশ কাটিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করছেন বলে তাঁর ঘনিষ্ট সূত্রে জানা গেছে।  

সূত্র জানায়, বদি নিজেকে যেকোন ভাবে অন্তরালে রাখার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন  ওমরা হজের নামে সৌদি আরব গিয়ে নিজেকে তোপের মুখ থেকে রক্ষা করার  পাঁয়তারা করছেন।

টেকনাফ উপজেলা আওয়ামী লীগের একটি সূত্র জানায়, বদি কৌশলে বিদেশে পালানোর চেষ্টা করবে। কারণ তিনি (বদি) বুঝে গেছেন, মাদক নিয়ে সরকার কি ধরণের হার্ড লাইনে। তবে সরকারের উচিত হবে তাকে (বদি) দেশ ছাড়তে না দেয়ার।

তবে দেশ ছাড়ার ব্যাপারে জানতে চাইলে এমপি বদির সাথে মুঠোফোনে বার বার যোগাযোগ করা হলেও কথা বলা সম্ভব হয়নি। তবে তার ব্যক্তিগত সহকারী হেলাল উদ্দিন বলেন, এমপি সাহেব দেশ ছাড়বেন না। মিডিয়ায় যেসব কথা শুনছেন তা গুজব ছাড়া আর কিছুই নয়। তিনি শুধু শুধু কেন দেশ ছাড়বেন?

-সিভয়েস/এইচআর/কেএম

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়