Cvoice24.com


কক্সবাজারে বাজার পর্যবেক্ষণে মাঠে নামলেন ডিসি

প্রকাশিত: ০৯:৪২, ২ জুন ২০১৮
কক্সবাজারে বাজার পর্যবেক্ষণে মাঠে নামলেন ডিসি

কক্সবাজার শহরের বাজার গুলোতে নিত্যপণ্যের দর নিয়ে বিক্রেতাদের বিরুদ্ধে নৈরাজ্যের অভিযোগ নতুন নয়। প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেও সেই নৈরাজ্য থামানো যাচ্ছে না। শেষ পর্যন্ত বাজার পর্যবেক্ষণে মাঠে নামলেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল। ক্রেতাদের নানা অসুবিধার কথা শুনে সতর্ক করেছেন ব্যবসায়ীদের।

আজ শনিবার (২ জুন) দুপুওে জেলা প্রশাসক মো. কামাল শহরের বড়বাজার পরিদর্শন করেন। এসময় তিনি প্রতিটি দোকান ঘুরে ঘুরে দর ও মূল্য তালিকা পর্যবেক্ষণ এবং ক্রেতাদের সাথে কথা বলেন। জেলা প্রশাসকের অভিযানের খবর পেয়ে ব্যবসায়ীরা তড়িঘড়ি করে মূল্য তালিকায় দর কমিয়ে দেন। বিষয়টি জেলা প্রশাসক আঁচ করতে পেরে কয়েকজন ব্যবসায়ীকে শেষ বারের মত সতর্ক করেন।

জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, রমজানে দ্রব্যমূল্যের দর নিয়ে ক্রেতাদের সুবিধা-অসুবিধা দেখার জন্য আমি নিজেই মাঠে নেমেছি। দোকানদারদের অনেক অসঙ্গতি চোখে পড়েছে। তাদেরকে সতর্ক করা হয়েছে। এরপরও ক্রেতাদের ঠকানোর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পর্যবেক্ষণের সময় জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসরাফুল আবছার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহিদুর রহমান, আরডিসি জুয়েল আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী, বাজার মনিটরিং কমিটির সদস্য ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহজাহান, বাজার মনিটরিং কমিটির সদস্য নইমুল হক চৌধুরী টুটুল, আবু তাহের চৌধুরী, তোফায়েল আহমেদ, জেলা মার্কেটিং কর্মকর্তা মো. শাহজাহান আলী প্রমুখ।

সিভয়েস/সা.হা.

 

কক্সবাজার প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়