Cvoice24.com


‘মৃত্যু’র ১৩ মাস পর সন্তানসহ যুবতীকে উদ্ধার করলো পিবিআই!

প্রকাশিত: ১১:৪৪, ২ জুন ২০১৮
‘মৃত্যু’র ১৩ মাস পর সন্তানসহ যুবতীকে উদ্ধার করলো পিবিআই!

‘মৃত্যু’র ১৩ মাস পর মেয়েসহ সেতারা বেগম (২২) নামে এক যুবতীকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কক্সবাজারের সদস্যরা। শুক্রবার (১লা জুন) দুপুরে চট্টগ্রামের পতেঙ্গা স্টিল মিল বাজারের টিএসপি গেইট এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। 

পিবিআই সূত্র জানায়, যৌতুকের অভিযোগে গত বছরের ৫ মে মেয়ে নুসরাত জাহান মিতুসহ (৬) সেতারা বেগম (২২) নামে এক নারীকে হত্যা করে লাশ গুমের অভিযোগে তার স্বামী রফিকুল ইসলাম ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করা হয়। কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে হত্যা মামলাটি দায়ের করেন সেতারা বেগমের বাবা নবী হোসেন।

কক্সবাজার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল মামুন জানান, ২০১১ সালের ২২ জুলাই কক্সবাজারের চকরিয়া উপজেলার বড়ইতলী ইউনিয়নের ভিলেজারপাড়া এলাকার নবী হোসেনের মেয়ে সেতারা বেগমের (২২) সঙ্গে ওই এলাকার রফিকুল ইসলাম বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে স্বামী রফিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা সেতারাকে নানাভাবে নির্যাতন করে আসছি। তাদের সংসারে নুসরাত জাহান মিতু (৬) নামে একটি মেয়ে রয়েছে। কিন্তু গত বছরের ৫ মে ব্যবসার জন্য স্বামী রফিকুল ইসলাম স্ত্রী সেতারা বেগমকে বাবার বাড়ি থেকে এক লাখ টাকা এনে দিতে বলেন। তিনি তা আনতে অস্বীকৃতি জানালে শিশু কন্যাসহ সেতারাকে হত্যার পর লাশ গুম করার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে কক্সবাজার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে জানতে পারেন যে ‘হত্যার পর গুম’ হওয়া নুসরাত জাহান মিতু ও সেতারা বেগম জীবিত আছে। এর অংশ হিসাবে পুলিশ চট্টগ্রামে তিন দিন অভিযান চালিয়ে পতেঙ্গা স্টিল মিল বাজার এলাকার টিএসপি গেইটের একটি ভাড়া বাসা থেকে তাদের উদ্ধার করা হয়।

শনিবার সকালে কক্সবাজার পিবিআই অফিসে সেতারা বেগমকে সাংবাদিকদের সামনে আনা হলে তিনি বলেন, ‘স্বামী রফিকুল ইসলাম বিয়ের পর থেকে যৌতুকসহ নানা কারণে আমাকে নির্যাতন করত। তার সঙ্গে পরিবারের অন্য সদস্যরাও তুচ্ছ ঘটনা নিয়ে ব্যাপক মারধর করতো। পরিবারের এই অমানুষিক বির্যাতন সহ্য করতে না পেরে সবার অজান্তে গোপনে চট্টগ্রামে পালিয়ে যাই। এরপর চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেড এলাকায় একটি গার্মেন্টসে চাকরি নিয়ে ভাড়াবাসায় বসবাস শুরু করি।’

সেতারা আরও বলেন,‘মামলার বিষয়ে আমি কিছুই জানতাম না। কারণ, বাবার সঙ্গে আমার কোনও যোগাযোগ ছিল না। এরমধ্যে জানতে পারি যে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন। এ কারণে আমার ফিরে আসার ইচ্ছা থাকলেও আর আসা হয়নি।’

কক্সবাজার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল মামুন আরও জানান, উদ্ধার হওয়া ভিকটিম সেতারা বেগম ও তার শিশু কন্যাকে আদালতে সোপর্দ করা হবে।

সিভয়েস/এইচআর/এমইউ

কক্সবাজার প্রতিনিধি

সর্বশেষ

পাঠকপ্রিয়