Cvoice24.com

অসুস্থ স্বামীকে বাঁচাতে স্ত্রীর আকুতি

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৬, ২৪ সেপ্টেম্বর ২০২২
অসুস্থ স্বামীকে বাঁচাতে স্ত্রীর আকুতি

হতদরিদ্র জাকের হোসেন

কক্সবাজারের পেকুয়ার হতদরিদ্র জাকের হোসেন (৩২) ভুগছেন কিডনিসহ  পাকস্থলীর নানা জটিল রোগে ভোগছেন। অসুস্থ স্বামীকে বাঁচাতে চিকিৎসা সহায়তার জন্য সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিবর্গের কাছে আকুল আবেদন জানিয়েছেন তার স্ত্রী নাসরিন আক্তার।

হতদরিদ্র জাকের হোসেন বারবাকিয়া ইউনিয়নের বুধামাঝির ঘোনার আলী হোসেনের ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক। বর্তমানে জটিল রোগে আক্রান্ত হয়ে জাকের হোসেন এখন মৃত্যুশয্যায়। বন্ধ হয়ে গেছে হাঁটাচলা।

জানা গেছে, একমাস আগে তার শারীরিক অবস্থার অবনতি হয়। পেটে প্রচণ্ড ব্যথা অনুভূত হতো। পেকুয়ায় একজন চিকিৎসকের কাছে নিয়ে চিকিৎসা করানোর পরও কোনো উপকার হয়নি। অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসার জন্য চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা করেও তার পেটের ব্যথা কমেনি। পরবর্তীতে তাকে মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার শফিউল ইসলামের কাছে নিয়ে যাওয়া হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিছুদিন ভর্তি রাখা হয়। পরবর্তীতে বিশেষজ্ঞরা জাকের হোসেনকে দ্রুত সময়ে চিকিৎসার জন্য পরামর্শ দেন। কিডনির জটিলতা পাকস্থলীর অন্যান্য সমস্যাসমূহের দ্রুত চিকিৎসা করতে তাকে ঢাকার একটি দামী ক্লিনিকে ভর্তি হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়। তবে ওই চিকিৎসার জন্য ব্যয় হবে প্রায় ৫ লাখ টাকারও বেশি।

জাকের হোসেনের স্ত্রী নাসরিন আক্তার জানান, আমার ৭ বছর বয়সী একটি মেয়ে আছে। আমার স্বামী অত্যন্ত পরিশ্রমী। তিনি অত্যন্ত ভদ্র ও নম্র স্বভাবের। রাত-দিন পরিশ্রম করতেন। তিনি একমাস ধরে মৃত্যুশয্যায়। পেটের ব্যথায় ছটফট করেন। আমার স্বামীকে বাঁচানোর জন্য সমাজের সর্বস্তরের মানুষ ও সকল প্রবাসীদের কাছে আকুল আবেদন জানাচ্ছি। সমাজের বিবেকবান মানুষরা এগিয়ে আসলে আমার স্বামীর জীবন ফিরে পাবো। কেউ যদি টাকা পাঠাতে চান আমার স্বামীর ব্যক্তিগত মুঠোফোন ০১৮৩৯-৮২৬২৪৭ (বিকাশ নম্বর) যোগাযোগ ও অর্থ সহায়তা পাঠাতে পারবেন। আমি মাননীয় প্রধানমন্ত্রী ও সরকারের উচ্চ পর্যায়ের প্রশাসনের ব্যক্তিবর্গ, দাতব্য সংস্থাসহ সকল মানবিক প্রতিষ্ঠানের কাছে সাহায্যের আবেদন জানাই।

সর্বশেষ

পাঠকপ্রিয়