পাহাড় কেটে সড়ক: সওজের ঠিকাদারকে জরিমানা
সিভয়েস ডেস্ক

পাহাড় কেটে সড়ক তৈরির অপরাধে এম এ জলিল নামে সড়ক ও জনপথ বিভাগের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (২২ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী এ জরিমানা করেন।
কক্সবাজারের চকরিয়া বরইতলী থেকে পেকুয়ার মগনামা পর্যন্ত সড়ক নির্মাণের জন্য পাহাড় কাটছিলো প্রতিষ্ঠানটি। সড়ক ও জনপথ বিভাগের সড়কটি তৈরি করতে প্রায় ২০ হাজার বর্গফুট পাহাড় কাটা হয়।
নূরুল্লাহ নূরী বলেন, সরেজমিনে পরিদর্শনে পাহাড় কাটার প্রমাণ পেয়ে প্রতিষ্ঠানটিকে শুনানিতে হাজিরের জন্য নোটিশ দেওয়া হয়েছিল। শুনানিতে সওজের প্রতিনিধি ও ঠিকাদারি প্রতিষ্ঠান পাহাড় কেটে সড়ক তৈরির বিষয়টি স্বীকার করেছে। এরপর তাদের ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।