Cvoice24.com

চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের ৮ মেশিন ধ্বংস

চকরিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০১, ৩ মার্চ ২০২১
চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের ৮ মেশিন ধ্বংস

নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হচ্ছে জব্দ হওয়া ড্রেজার মেশিন

কক্সবাজারের চকরিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৮টি ড্রেজার ও সেলোমেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩ মার্চ) উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন অভিযান চালিয়ে এসব মেশিন জব্দ করে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত পাইপগুলোও পুড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে বাটাখালী ব্রিজের খোন্দকার পাড়া থেকে রামপুর পরিষদ সংলগ্ন রেল ব্রিজ পর্যন্ত মাতামুহুরী নদীর বিভিন্ন পয়েন্টে নদীতে ভাসমান বড় বেইজের ড্রেজার ও সেলোমেশিন বসিয়ে অবৈধভাবে বালু তুলে বিক্রি করে আসছিল। খবর পেয়ে বুধবার দুপুরে অভিযান চালিয়ে ৮টি ড্রেজার ও সেলোমেশিন ধ্বংস করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন বলেন, অভিযানের সময় বালু পয়েন্ট থেকে ভাসমান বড় বেইজের তিনটি ড্রেজার মেশিনসহ মোট ৮টি মেশিন ও পাইপ জব্দ করে ধ্বংস করা হয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়