Cvoice24.com

কক্সবাজার বিমানবন্দর এলাকায় মিললো গুলির বস্তা

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৫:১৪, ১২ এপ্রিল ২০২১
কক্সবাজার বিমানবন্দর এলাকায় মিললো গুলির বস্তা

ছবি : সংগৃহীত

কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে বস্তাভর্তি অবস্থায় দুই হাজার রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। 

রবিবার দিবাগত রাত (১২ এপ্রিল) সোয়া ১২টার দিকে পুলিশ বস্তাভর্তি গুলি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। বস্তা থেকে মেশিনগান, থ্রি নট থ্রি রাইফেল ও পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
 
জানা যায়, বিমানবন্দরের উন্নয়ন কাজের জন্য পাশের বাঁকখালী নদী ড্রেজিং করে মাটি এনে ভরাট করা হচ্ছিলো। এ কাজের মধ্যেই বস্তাভর্তি গুলি দেখতে পেয়ে শ্রমিকরা বিমান বন্দর কর্তৃপক্ষকে খবর দেয়। একই সঙ্গে খবর পেয়ে বিমান বাহিনীর কর্মকর্তারাও ঘটনাস্থলে হাজির হন। পরে বিমানবন্দর কর্তৃপক্ষ খবর দিলে পুলিশ গিয়ে গুলি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দুই হাজার রাউন্ড গুলি উদ্ধার করেছে। গুলিগুলো অনেক পুরোনো। ধারণা করা হচ্ছে, এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন কিংবা ৫০/৬০ বছর আগের সময়ের গুলি। গুলির নমুনা সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। তাদের কাছ থেকে রিপোর্ট এবং তদন্ত শেষে এই গুলির বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানান তিনি।

সর্বশেষ

পাঠকপ্রিয়