Cvoice24.com

মামুনুলকাণ্ডে গুজব ছড়িয়ে গ্রেপ্তার চকরিয়ার যুবক

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ২০:০৭, ৪ মে ২০২১
মামুনুলকাণ্ডে গুজব ছড়িয়ে গ্রেপ্তার চকরিয়ার যুবক

গ্রেপ্তার যুবক আলম নুর

হেফাজত নেতা মামুনুল হক ইস্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যে তথ্য প্রচার করে গুজব ছড়ানোর অভিযোগে কক্সবাজারের চকরিয়ায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবকের নাম আলম নুর (২০)।

মঙ্গলবার (৪ মে) বেলা ১২টার দিকে খুটাখালি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আলম নুর ওই এলাকার শামসুল আলম বৈদ্যের ছেলে।

চকরিয়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মো. জোবায়ের বলেন, গ্রেপ্তার যুবক তার নিজের ফেসবুক অ্যাকাউন্ট এবং ইউটিউব চ্যানেল ব্যবহার করে হেফাজত নেতা মামুনুল ইস্যুতে নানা মিথ্যে তথ্য দিয়ে ভিডিও আপলোড করছিল। সেখানে সরকার বিরোধী নানা অপপ্রচার, প্রোপাগাণ্ডা ছড়ানো হচ্ছিল। তার আপলোড করা অধিকাংশ ভিডিওই সরকার বিরোধী নানা ইস্যু, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন। তার বিরুদ্ধে অভিযোগ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সর্বশেষ

পাঠকপ্রিয়