Cvoice24.com

চট্টগ্রাম থেকে কক্সবাজার কারাগারে ওসি প্রদীপ 

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৬, ১০ জুন ২০২১
চট্টগ্রাম থেকে কক্সবাজার কারাগারে ওসি প্রদীপ 

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার আসামি টেকনাফের বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে কক্সবাজার কারাগারে স্থানান্তর করা হয়েছে।

দীর্ঘ সাত মাস চট্টগ্রাম কারাগারে থাকার পর বৃহস্পতিবার (১০ জুন)বেলা ১১টার দিকে তাকে প্রিজনভ্যানে করে কক্সবাজার নেওয়া হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার দেওয়ান মো. তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওসি প্রদীপের মূল মামলাগুলো কক্সবাজারে। এসব মামলা দ্রুত নিষ্পত্তি করতে আদালতের নির্দেশে তাকে কক্সবাজার কারাগারে নেওয়া হয়েছে।

এরআগে দুদকের মামলায় হাজিরা দিতে প্রদীপ কুমার দাসকে ২০২০ সালের ১১ সেপ্টেম্বর চট্টগ্রাম কারাগারে নিয়ে আসা হয়। ওই দিন দুপুর ১২টা ৫০ মিনিটে তাকে চট্টগ্রাম কারাগারে আনা হয়।

এর আগে গত ২৩ আগস্ট প্রদীপ কুমার দাস ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে দুদক সমন্বিত জেলা কার্যালয়-১-এ বাদী হয়ে মামলা করেন দুদকের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দীন।

সর্বশেষ

পাঠকপ্রিয়