Cvoice24.com

২৬ ঘণ্টা পর সাগর থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৩:৪০, ২৮ জুন ২০২১
২৬ ঘণ্টা পর সাগর থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

কক্সবাজার সমুদ্রসৈকতের কবিতা চত্বর পয়েন্টে রোববার (২৭ জুন) সকাল ৮টার দিকে গোসল করতে নেমে ঢেউয়ের তোড়ে ভেসে গিয়েছিল স্কুলছাত্র ইশরাক হাসান। আজ তার ২৬ ঘণ্টা পর উদ্ধার করা হলো কিশোরের মরদেহ। 

সোমবার (২৮ জুন) সকাল ১০টার দিকে সমুদ্রসৈকতের শৈবাল পয়েন্ট থেকে ভাসমান অবস্থায় কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইশরাক হাসানের মরদেহ উদ্ধার করা হয়। টুরিস্ট পুলিশের ওসি পিন্টু কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন। 

মৃতদেহটি সৈকতের শৈবাল পয়েন্টে দেখতে পেয়ে শুরু হয় স্বজনদের আহাজারি। সাগরে পোনা আহরণকারী আবু তৈয়ব বলেন, ‘শৈবাল পয়েন্টে চিংড়ি পোনা আহরণ করছিলাম। হঠাৎ করে একটি মরদেহ ভাসতে দেখে ছুটে যাই। তারপর আরও তিনজন পোনা আহরণকারী মিলে সেটিকে উদ্ধার করে বালিয়াড়িতে তোলা হয়। বিষয়টি পরে টুরিস্ট পুলিশকে অবহিত করি।’

টুরিস্ট পুলিশের ওসি পিন্টু কুমার রায় বলেন, ‘উদ্ধার হওয়া মরদেহটি স্কুলছাত্র ইশরাক হাসানের, যা পরিবারের পক্ষ হতে নিশ্চিত করা হয়েছে। এখন মরদেহটি আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

সর্বশেষ

পাঠকপ্রিয়