Cvoice24.com

আর্জেন্টাইন সমর্থককে ছুরিকাঘাত করে হাসপাতালে পাঠালেন ব্রাজিল সমর্থক 

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৪, ১১ জুলাই ২০২১
আর্জেন্টাইন সমর্থককে ছুরিকাঘাত করে হাসপাতালে পাঠালেন ব্রাজিল সমর্থক 

ছবি: সংগৃহীত।

কক্সবাজারের টেকনাফে ব্রাজিল সমর্থকের ছুরিকাঘাতে সমবয়সী আর্জেন্টিনার এক সমর্থক গুরুতর জখম হয়েছে।

রোববার সকাল ১০টার দিকে উপজেলার হোয়াইক্যং মহেশখালীয়া পাড়ায় এ ঘটনা ঘটে। আহত ১৬ বছর বয়সী ইকবাল ওই পাড়ার বাদশা মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, কোপা আমেরিকা কাপের চূড়ান্ত খেলায় জয়-পরাজয় নিয়ে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ঠাট্টা বিদ্রূপ বেড়ে গেলে ব্রাজিল সমর্থক স্থানীয় মোহাম্মদ শরিফের ছেলে রিদুয়ানুর ইসলাম নামের অপর কিশোরের ছুরিকাঘাতে ওই আর্জেন্টিনা সমর্থক গুরুতর আহত হয়।

এ সময় স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হ্নীলা উপ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করে সেখানকার কর্তব্যরত চিকিৎসক।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের সদস্য জাহেদ হোসাইন জানান, বিষয়টি দুঃখজনক। কোথায় আমেরিকা খেলা হচ্ছে। সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা নেই। অথচ বাংলাদেশে এসব ঘটনা মানুষের মনকে আহত করে। দুই কিশোরের মধ্যে সংঘাতে ছুরিকাঘাতে আহত কিশোরকে চিকিৎসা দেয়া হচ্ছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, কোপা আমেরিকা কাপের ব্রাজিল-আর্জেন্টিনার চূড়ান্ত খেলা নিয়ে রোববার ভোর থেকে পুলিশি টহলে ছিল। টেকনাফ হ্নীলা ও হোয়াইক্যংয়ে এ টহল জোরদার ছিল। তবে ছুরিকাঘাতের ঘটনা এখন পর্যন্ত পুলিশ জানতে পারেনি। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়