Cvoice24.com

উখিয়ায় র‍্যাবের সঙ্গে ‘গোলাগুলিতে’ রোহিঙ্গা ডাকাত নিহত

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৩:০৭, ১৯ জুলাই ২০২১
উখিয়ায় র‍্যাবের সঙ্গে ‘গোলাগুলিতে’ রোহিঙ্গা ডাকাত নিহত

কক্সবাজারের উখিয়ায় র‌্যাবের সঙ্গে ‘গোলাগুলিতে’ করিম ওরফে কলিমুল্লাহ (৩২) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে দুটি অস্ত্র ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। র‌্যাবের দাবি, নিহত রোহিঙ্গা করিম ওরফে কলিমুল্লাহ ডাকাত গ্রুপের প্রধান। 

সোমবার (১৯ জুলাই) ভোরে কুতুপালং ১ নম্বর ক্যাম্পের পাহাড়ের দু’পক্ষের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে।

নিহত কলিমুল্লাহ লম্বাশিয়া ক্যাম্পের নির আহমেদের ছেলে।

কক্সবাজার র‌্যাব ১৫-এর উপঅধিনায়ক তানভীর হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপজেলার কুতুপালংয়ের লম্বাশিয়া ক্যাম্পে রোহিঙ্গা ডাকাত গ্রুপের অবস্থানের খবর পেয়ে সেখানে অভিযানে যায় র‌্যাব। এ সময় র্যাবের অবস্থান টের পেয়ে গুলি করে তারা। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে ওই স্থান তল্লাশি করে কলিমুল্লাহর মরদেহ পাওয়া যায়। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়