Cvoice24.com

কক্সবাজারে ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমের যাত্রা

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩২, ১১ অক্টোবর ২০২১
কক্সবাজারে ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রমের যাত্রা

কক্সবাজারে ই-ট্রাফিক প্রসিকিউশন কার্যক্রম শুরু হয়েছে। দুপুরে শহরের কলাতলী পয়েন্টে এই কার্যক্রমের উদ্বোধন করে কক্সবাজার পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।

ই-ট্রাফিক কার্যক্রম বিভাগীয় শহরে চালু থাকলেও এই প্রথম কক্সবাজারে চালু হয়েছে। এই কার্যক্রম চালুর ফলে বিভিন্ন যানবাহন চালকদের নানামুখী হয়রানি থেকে মুক্তি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

পুলিশ সুপার জানান, আইন অমান্যকারীদের শাস্তি স্বরূপ অর্থদণ্ড নগদে পরিশোধ করার সুযোগ নেই। টোকেন সংগ্রহ করে নির্দিষ্ট বুথে জরিমানা পরিশোধ করেই আইনি প্রক্রিয়া থেকে মুক্তি পেতে পারে আইন অমান্যকারী চালকরা। এরই মধ্যে দিয়ে ট্রফিক পুলিশের জবাবদিহিতাও বেড়ে গেছে বলে মন্তব্য পুলিশ সুপারের।

পুলিশ সুপার আরও জানান, জরিমান আদায় কিংবা শাস্তি তাদের উদ্দেশ্য নয়, জনগণ যাতে আইন মেনে চলে সেই সহযোগিতাই চেয়েছেন পুলিশ সুপার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের সহকারি পুলিশ সুপার এমএম রকিবুর রেজা ও ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বশেষ

পাঠকপ্রিয়