Cvoice24.com

টেকনাফে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ উদ্ধার করলো বিজিবি

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৯, ২৪ নভেম্বর ২০২১
টেকনাফে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ উদ্ধার করলো বিজিবি

কক্সবাজারের টেকনাফের লেদার আলীখালী সোলার প্রজেক্ট এলাকা থেকে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। বিজিবির দাবি, উদ্ধার করা এই মাদকের বাজারমূল্য ৫ কোটি টাকা। এসময় পাচারকাজে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (২৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টা নাগাদ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী সোলার প্রজেক্ট এলাকার লবন মাঠ থেকে মাদকের চালানটি আটক করা হয়।

আজ বুধবার (২৪ নভেম্বর) ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল ফয়সল হাসান খাঁন জানান, মিয়ানমার থেকে একটি মাদকের বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে— এমন গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী সোলার প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সর্বশেষ

পাঠকপ্রিয়