Cvoice24.com

কক্সবাজারের জেলা প্রশাসক করোনায় আক্রান্ত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫০, ১৬ জানুয়ারি ২০২২
কক্সবাজারের জেলা প্রশাসক করোনায় আক্রান্ত

কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। -ফাইল ছবি

কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানা গেছে।

আজ রোববার কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে পজিটিভ বলে শনাক্ত হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ১৮ থেকে ২০ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ডিসি সম্মেলন’। সেখানে যোগ দেওয়ার জন্য সবার করোনা পরীক্ষা বাধ্যতামূলক ছিল। তাই গতকাল শনিবার স্যাম্পল দেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। পরে রোববার পজিটিভ রিপোর্ট আসে। তবে সরাসরি যেতে না পারলেও জেলা প্রশাসক জুমে সংযুক্ত থেকে দেশের মাঠ প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ এই সম্মেলনে যুক্ত থাকবেন বলে জানা গেছে।

এছাড়াও প্রয়োজন হলে জেলা প্রশাসকের দুজন কর্মকর্তা উপ-পরিচালক স্থানীয় সরকার (উপ-সচিব) শ্রাবস্তী রায় ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজকে প্রস্তুত রাখা হয়েছে ঢাকা প্রেরণের জন্যে। তাদেরও করোনা টেস্ট সম্পন্ন হয়েছে।

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়