কক্সবাজারে ইয়াবাসহ তিন রোহিঙ্গা আটক
সিভয়েস প্রতিবেদক

তিন রোহিঙ্গা আটক।
কক্সবাজারের টেকনাফে ১ লাখ ৩৮ হাজার ৪শ’ পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (১৫ জানুয়ারি) রাত ১০টায় টেকনাফের মেরিন ড্রাইভ রোডের এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— মো. কামাল হোসেন (৪৩), মো. ইসমাইল (২৯), মো. সাকের (৩১)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, একটি সিএনজিচালিত অটোরিকশা করে কয়েকজন রোহিঙ্গা মাদক বহন করে টেকনাফ ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে আমরা তল্লাশি চালাই। পরে ১ লাখ ৩৮ হাজার ৪শ’ পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
-সিভয়েস/একে