Cvoice24.com

পুকুরে ঝাঁপ দিয়েও বাচতে পারলো না দুই আইস পাচারকারী

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৪, ২২ জানুয়ারি ২০২২
পুকুরে ঝাঁপ দিয়েও বাচতে পারলো না দুই আইস পাচারকারী

এক কেজি ক্রিষ্টাল মেথসহ ২ পাচারকারীকে আটক করেছে রামু ব্যাটালিয়ন ৩০ বিজিবি।

কক্সবাজারে এক কেজি ক্রিষ্টাল মেথ (আইস) সহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি।

 শুক্রবার (২১ জানুয়ারি) রাতে মরিচ্যা চেকপোষ্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।
 

আটকরা হলেন— উখিয়া কুতুপালং এলাকার মৃত ফয়েজ আহম্মদ এর ছেলে সৈয়দুল আমিন (৩৪), একই এলাকার মৃত ইলিয়াস এর ছেলে ফরহাদ (১৬)।

বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোষ্টের ১.৫ কিঃ মিঃ পশ্চিম দিকে পশ্চিম গোয়ালিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার কুতুপালং থেকে কক্সবাজারগামী একটি সিএনজি চেক করতে গেলে তিন জন যাত্রীর মধ্য দুই জন যাত্রী তাদের হাতে থাকা ব্যাগ পুকুরে ফেলে রাস্তার পাশে থাকা পুকুরে ঝাঁপ দেয়। আসামিরা সাঁতার কেটে পুকুরের অপর পাশে পৌছালে বিজিবি সদস্যদের চিৎকারে বাড়ির লোকজন বেরিয়ে আসে এবং তাদের সহায়তায় বিজিবি টহলদল আসামিদের আটক করে। ফেলে দেয়া ব্যাগটি উদ্ধার করে সেখান থেকে এক কেজি ক্রিষ্টাল মেথ (আইস) জব্দ করা হয়।

তিনি আরও বলেন, আটক আসামিদের ও জব্দকৃত মালামালের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়ের করে রামু থানায় হস্তান্তর করা হবে।
 

সর্বশেষ

পাঠকপ্রিয়