Cvoice24.com

উখিয়ায় র‍্যাব পরিচয়ে চাঁদাবাজি, চাকরিচ্যুত সেনা সদস্য আটক

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০০, ২৪ জানুয়ারি ২০২২
উখিয়ায় র‍্যাব পরিচয়ে চাঁদাবাজি, চাকরিচ্যুত সেনা সদস্য আটক

উখিয়ায় র‌্যাবের হাতে আটক চাকরিচ্যুত সেনা সদস্য

কক্সবাজারের উখিয়ায় র‍্যাব সদস্য পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে সুমন মুন্সি (৩০) নামে এক সাবেক সেনা সদস্যকে আটক করেছে র‍্যাব ১৫’র সদস্যরা। 

রোববার (২৩ জানুয়ারি) উখিয়ার পালংখালীর বালুখালী বাজার থেকে তাকে আটক করা হয়। 

সোমবার(২৪ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব ১৫ থেকে এই তথ্য জানানো হয়েছে। আটক সুমন মুন্সি গোপালগঞ্জ জেলার রাজপাট এলাকার আকবর আলী মুন্সির পুত্র।

বিজ্ঞপ্তিতে র‍্যাব ১৫ এর সহকারি পরিচালক (ল’ এন্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী জানান, র‍্যাবের সদস্য পরিচয় দিয়ে প্রতারক সুমন মুন্সি পালংখালীর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি করে আসছে, এমন তথ্য পেয়ে সোমবার র‍্যাব-১৫’র একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

আটক সুমন মুন্সির কাছ থেকে র‍্যাবের ভুয়া আইডি কার্ড, একটি হ্যান্ডকাপ, একটি স্বর্ণের চেইন, এক ভরি ওজনের স্বর্ণের রিং ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

র‍্যাব ১৫ এর সহকারি পরিচালক আরো জানান, প্রতারক সুমন মুন্সি একজন সাবেক সেনা সদস্য। চাকরিচ্যুত হয়ে সে প্রতারণায় জড়িয়ে পড়ে। 

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানা গেছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়