Cvoice24.com

রামুতে হ্যাডম্যানকে কুপিয়ে হত্যায় গ্রেপ্তার ২

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৭, ২৫ জানুয়ারি ২০২২
রামুতে হ্যাডম্যানকে কুপিয়ে হত্যায় গ্রেপ্তার ২

রামুর হেডম্যান আলী আহমদ হত্যা মামলার প্রধান আসামি ও তার সহযোগী গ্রেপ্তার।

কক্সবাজারের রামুর হেডম্যান আলী আহমদ হত্যা মামলার প্রধান আসামি ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (২৪ জানুয়ারি) রাতে বান্দরবানের আলীকদম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুইজন হলেন— হত্যা মামলার প্রধান আসামি সাজ্জাদ হোসেন ও তার সহযোগী সানাউল্লাহ।

র‌্যাব জানায়, গত ১৬ জানুয়ারি মধ্যরাতে ১২ জন মিলে একদল সন্ত্রাসী রামু বিট অফিসে গিয়ে স্থানীয় ৫ জন পাহারাদারকে অস্ত্রের মুখে জিম্মি করে টয়লেটে আটকে রাখে। এছাড়া ওই অফিসের বিট কর্মকর্তা, মালির থাকার ঘর ও স্টাফ রুমের দরজায় বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয়।

এরপর সন্ত্রাসীরা হেডম্যান আলী আহমদের ঘরে গিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে এবং আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নেয়। এ হত্যাকাণ্ডের ঘটনায় কক্সবাজারের রামু থানায় দুর্বৃত্তদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হলে জড়িতদের গ্রেপ্তারে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব।

র‍্যাব- ১৫ এর উপ-অধিনায়ক তানভীর হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের অবস্থান জানতে পেরে তাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্ত অনুযায়ী দুর্বৃত্তদের সঙ্গে বনবিভাগের গাছ চুরি ও জায়গা দখল নিয়ে শত্রুতার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটে।

 

সর্বশেষ

পাঠকপ্রিয়