Cvoice24.com

রোহিঙ্গা শিবিরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: আরও এক শিশুর মৃত্যু 

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৮:৫১, ১৮ মে ২০২২
রোহিঙ্গা শিবিরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: আরও এক শিশুর মৃত্যু 

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬ রোহিঙ্গার মধ্যে হাফিজুল মোস্তফা নামে ৭ বছরের আরো এক রোহিঙ্গা শিশুর মৃত্যুর হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে । 

তারা হলেন— হাফিজুল মোস্তফা (৭), ৫৯ বছরের নুর আলম ও তার ছেলে ১২ বছরের আনোয়ার কামাল। 

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি নাঈমুল হক।

তিনি সিভয়েসকে জানান, গত ১২ মে কুতুপালং ক্যাম্প-১ ডি/৪ ব্লকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬ রোহিঙ্গা দগ্ধ হয়। প্রথমে তাদের কক্সবাজার সদর হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে নুর আলম ও আনোয়ার কামালের মৃত্যু হয়। পরে রাত ১১টার দিকে সাত বছরের শিশু হাফিজুল মোস্তফারও মৃত্যু হয়। 

তিনি আরো জানান,  বিস্ফোরণে আশপাশে থাকা লোকজনও দগ্ধ হয় এবং পুড়ে যায় তাদের বসতি ।

সর্বশেষ

পাঠকপ্রিয়