Cvoice24.com

সমুদ্রপথে মালয়েশিয়া যাচ্ছিল ৩৩ রোহিঙ্গা, সেন্টমার্টিনে আটকে দিল নৌবাহিনী

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩১, ১৯ মে ২০২২
সমুদ্রপথে মালয়েশিয়া যাচ্ছিল ৩৩ রোহিঙ্গা, সেন্টমার্টিনে আটকে দিল নৌবাহিনী

মালয়েশিয়া যাওয়ার পথে নৌবাহিনীর হাতে উদ্ধার রোহিঙ্গারা

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টাকালে ৩৩ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে নৌবাহিনীর সদস্যরা। 

বুধবার (১৮ মে) দিবাগত রাত ১২টার দিকে কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের ২ নটিক্যাল মাইল দূর থেকে একটি ট্রলারসহ তাদের উদ্ধার করেনৌবাহিনীর ‘বানৌজা আলী হায়দার’ নামক জাহাজ।

বিষয়টি নিশ্চিত করেছেন বানৌজা আলী হায়দার জাহাজের অধিনায়কের ক্যাপ্টেন সোহেল আযম। তিনি জানান, রোহিঙ্গা বোঝাই একটি ট্রলার সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার খবরে নৌবাহিনী অভিযান শুরু করে। এসময় ধাওয়া করে  ৩৩ জন রোহিঙ্গাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে ১৩ জন নারী, ১৪ পুরুষ ও ১ জন শিশু রয়েছে। এরা সবাই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে। উদ্ধারের পর তাদের টেকনাফে রাখা হয়েছে।  

সর্বশেষ

পাঠকপ্রিয়