Cvoice24.com

মহেশখালীতে পাহাড় ধসে শিশুর মৃত্যু

মহেশখালী প্রতিনিধি

প্রকাশিত: ১০:৩৫, ২০ জুন ২০২২
মহেশখালীতে পাহাড় ধসে শিশুর মৃত্যু

কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নে অতি বর্ষণে পাহাড় ধসে মোহাম্মদ রবিন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৯জুন) সন্ধ্যা ৭টার দিকে কালারমারছড়ার অফিস পাড়া এলাকায় এ পাহাড় ধসের ঘটনা ঘটে। রাত ১১টার দিকে শিশুটির লাশ উদ্ধার করা হয় বলে মহশেখালী থানার ওসি আব্দুল হাই জানান।

মৃত রবিউল হাসান ওই এলাকার নজির হোসেন ওরফে বদুর ছেলে।

রবিউলের স্বজনদের বরাতে কালামারছড়া ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ বলেন, রোববার বিকালে বাড়ির পাশে পাহাড়ে রবিউলসহ কয়েকজন শিশু খেলতে যায়। সন্ধ্যায় অন্য শিশুরা বাড়ি ফিরে এলেও রবিউল ফেরেনি। এরপর স্বজনরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে পাহাড় ধসে পড়া মাটির নিচ থেকে রবিউলের মৃতদেহ উদ্ধার করে তারা।"

তিনি আরও বলেন, “গত কয়েকদিন ধরে মহেশখালীতে ভারি বৃষ্টিপাত হচ্ছে। এতে পাহাড়ের মাটি নরম হয়ে শিশুটির গায়ের উপর ধসে পড়লে তার মৃত্যু হয়।
কালামারছড়া ইউনিয়নের আবার ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা লোকজনকে নিরাপদ এলাকায় সরে যেতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাইকিং সহ প্রচারণা চালানো হচ্ছে বলে জানান ইউপি চেয়ারম্যান।

সর্বশেষ

পাঠকপ্রিয়