Cvoice24.com

ঘোড়ার প্রতি অমানবিক আচরণ করলেই ব্যবস্থা—হুঁশিয়ার করলেন পুলিশ সুপার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৪, ২৫ জুন ২০২২
ঘোড়ার প্রতি অমানবিক আচরণ করলেই ব্যবস্থা—হুঁশিয়ার করলেন পুলিশ সুপার

ঘোড়ার প্রতি অমানবিক আচরণ করলে ‘দায়ীদের’ বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা’ গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান। 

তিনি বলেছেন, আয় না করা সময়ে ঘোড়াগুলোকে খাবার না দিয়ে রাস্তায় ছেড়ে মালিকদের আইনের আওতায় আনা হবে।

শনিবার জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতসহ পর্যটন এলাকাগুলোতে বিনোদনের মাধ্যম হিসেবে ব্যবহৃত ঘোড়ার মালিকদের সঙ্গে অনুষ্টিত এক সভায় তিনি এসব কথা বলেন। 

অভিযোগ আছে, সমুদ্র সৈকতসহ কক্সবাজারের পর্যটন কেন্দ্রগুলোতে ঘুরতে আসা অনেক পর্যটক মনোরঞ্জনের জন্য ঘোড়ায় চড়ে থাকেন। দিনের বেলায় ঘোড়াগুলো বিনোদনের কাজে লাগিয়ে অর্থ উপার্জন করলেও রাতের বেলায় বেওয়ারিশের মত ছেড়ে দেন মালিকরা। 
একই ভাবে মন্দা সময়ে ঘোড়াগুলোকে খাবার ও চিকিৎসাসহ যত্ন না নেওয়ারও অভিযোগ আছে। 

সভায় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি অন্তত অর্ধ-শত ঘোড়ার মালিক উপস্থিত ছিল। 

এসময় পুলিশ সুপার আরো বলেন, ঘোড়াগুলোকে  উপার্জনের মাধ্যম হিসেবে ব্যবহার করেও খাদ্য ও চিকিৎসা সহ যত্ন না নেয়া দেশের প্রচলিত আইনেরও লংঘন। আইন লঙ্ঘন করলে শাস্তি পেতে হবে। 
 
সভায় ঘোড়াগুলোকে বিনোদনের কাজে ব্যবহারের পর্যাপ্ত খাবার সরবরাহ, নিজস্ব ব্যবস্থাপনায় বিশ্রাম ও রোগাক্রান্ত হলে চিকিৎসা সহ করণীয় সম্পর্কে মালিকদের সঙ্গে আলাপ আলোচনা করে নানা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়