Cvoice24.com

কক্সবাজারে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে খুন: দুদিন পর থানায় মামলা

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৯, ৬ জুলাই ২০২২
কক্সবাজারে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে খুন: দুদিন পর থানায় মামলা

কক্সবাজারের খুরুশকুলে আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিয়ে সন্ত্রাসীদের হামলায় ছাত্রলীগ নেতা  ফয়সাল উদ্দিনকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।

টনার প্রায় দুদিন পর মঙ্গলবার (৫ জুলাই) সাড়ে ১১টার দিকে নিহতের ভাই নাছির উদ্দীন বাদি হয়ে কক্সবাজার সদর মডেল থানায় হত্যা মামলাটি দায়ের করেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) সেলিম উদ্দীন এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় র্যাবের হাতে আটক প্রধান অভিযুক্ত আজিজ সিকদারকে প্রধান আসামি করে ১৭ জনকে এজাহানামীয় আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১০/১২জনকে।

এদের মধ্যে র্যাবের হাতে আটক প্রধান আসামি আজিজ সিকদারসহ আটজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

উল্লেখ্য, রোববার (৩ জুলাই) সন্ধ্যে ৭টার দিকে খুরুশকুল ইউনিয়নের ডেইলপাড়া এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন থেকে ফেরার পথে কুপিয়ে হত্যা করা হয় সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল উদ্দিনকে। অভিযোগ উঠে পুলিশের সামনেই কুপিয়ে হত্যা করা হয় ছাত্রলীগ নেতা ফয়সাল উদ্দীনকে।

নিহত ফয়সাল উদ্দীন (২৫) কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও ওই এলাকারই মৃত লাল মোহাম্মদের ছেলে।

সর্বশেষ

পাঠকপ্রিয়