কক্সবাজারে আমড়া পাড়তে উঠে বিদ্যুৎস্পৃষ্টে গৃহপরিচারকের মৃত্যু
কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে আমড়া পাড়তে গাছে উঠে রবিউল ইসলাম (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার ঝিলংজার লিংক রোড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলামের বাবার নাম শফি উল্লাহ বলে জানা গেছে। তবে ঠিকানা পাওয়া যায়নি। তিনি স্থানীয় মেরিন সিটি হাসপাতাল ও মেরিন সিটি শপিংমলের মালিক জিএম ফেরদৌসের বাড়ির কাজের লোক ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা।
স্থানীয়রা জানায়, রবিউল আমড়া পাড়তে গাছে উঠে ওই স্থানে থাকা বিদ্যুতের তারের সাথে জড়িয়ে যায়। এতে মৃত্যু হয়ে গাছে ঝুলে পড়ে। তা দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের দল গিয়ে গাছের ডাল থেকে রবিউলের মরদেহ নামিয়ে আনেন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) সেলিম উদ্দীন জানান, মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। কি কারণে সে গাছে উঠেছিলো এবং কিভাবে মারা গেলো তা অনুসন্ধান করা হচ্ছে।