Cvoice24.com

টেকনাফে ফিশিংবোটে ইয়াবার বড় চালান, আটক ৬

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৫, ১৬ আগস্ট ২০২২
টেকনাফে ফিশিংবোটে ইয়াবার বড় চালান, আটক ৬

কক্সবাজারের টেকনাফে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবাসহ ছয়জনকে আটক করেছে কোস্ট গার্ড।

সোমবার (১৫ আগস্ট) দিবাগত রাত ৩টায় টেকনাফের মায়ানমার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি সিভয়েসকে বলেন, গোপন সংবাদে জানতে পারি সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় মাদকের একটি বড় চালান মায়ানমার থেকে বাংলাদেশে আসছে। তখনই আমরা অভিযান পরিচালনা করি। রাত ৩টায় বাংলাদেশের সীমানায় একটি ফিশিং বোট দেখা যায়। বোটটির গতিবিধি সন্দেহজনক মনে হলে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু বোটে থাকা লোকজন না থামিয়ে দিক পরিবর্তন করে দ্রুত পালানোর চেষ্টা করে। কোস্ট গার্ড সদস্যরা বোটটিকে ধাওয়া করে ছয়জনকে আটক করে। এসময় দুটি প্লাস্টিকের বস্তা থেকে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য তাদেরকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়