Cvoice24.com

মহেশখালীতে বিদেশি মদসহ এসপিএম প্রকল্পের গাড়ি পুলিশে দিল স্থানীয়রা 

মহেশখালী প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৪, ১ অক্টোবর ২০২২
মহেশখালীতে বিদেশি মদসহ এসপিএম প্রকল্পের গাড়ি পুলিশে দিল স্থানীয়রা 

মহেশখালীতে বিপুল পরিমাণ বিদেশি মদসহ একটি ডাম্পার গাড়ি ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা। পরে পুলিশ বিদেশি মদসহ গাড়িটি থানায় নিয়ে আসে।

শনিবার (১ অক্টোবর) বিকেলে সাড়ে ৫ টায় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের বড়ুয়াপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আমদানি করা জ্বালানি তেল জাহাজ থেকে দ্রুত ও সাশ্রয়ীভাবে খালাস করার জন্য গভীর সমুদ্রে ডাবল পাইপলাইনের সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) প্রকল্পের সোনারপাড়া অফিস থেকে প্রায় সময় বিদেশি মদ অন্যত্র স্থানান্তর করা হয়। সন্দেহজনক একটি গাড়ি এসপিএম প্রকল্পের অফিস থেকে বের হয়ে বড়ুয়াবাজার পার হওয়ার সময় এলাকার লোকজন আটক করে। ওই গাড়িতে বিপুল পরিমাণ বিদেশি মদ দেখে তারা পুলিশকে খবর দেয়

মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রনব চৌধুরী বলেন, গাড়িসহ মদগুলো থানা হেফাজতে রাখা হয়েছে। এসপিএম প্রকল্পের প্রধান মি. চেন (চাইনিজ) যোগাযোগ করে বলেছেন, এসবের কাগজপত্র ওনার আছে। তারা একটি উৎসব পালন করার জন্য মদগুলো এনেছেন। তাদের কাগজপত্র যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়