Cvoice24.com

চট্টগ্রাম, শুক্রবার ২৪ মার্চ ২০২৩

সময় ঘন্টা মিনিট সেকেন্ড

উখিয়ায় সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা নিহত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৭, ৫ ফেব্রুয়ারি ২০২৩
উখিয়ায় সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা নিহত

উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতেদ নুর বশর (৩৫) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন।

রবিবার (৫ ফেব্রুয়ারি) ভোর ৪টায় কুতুপালং রোহিঙ্গা ক‍্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত  নুর বশর ওই এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আলী জানান, এক্টেড (এনজিও) অফিসে রাতে ডিউটি করে তার নিজ শেডে যাওয়ার সময় নুর বশরকে সন্ত্রাসীরা ঘটনাস্থলে নিয়ে যায়। পরে তাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে লাশ ঘটনাস্থলে ফেলে রেখে যায়। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে নেয়া হয়েছে।

Nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়